ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ড্রাম ফ্যাক্টরিতে গ্যাসের পাইপ ফেটে শ্রমিক দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
ড্রাম ফ্যাক্টরিতে গ্যাসের পাইপ ফেটে শ্রমিক দগ্ধ

চট্টগ্রাম: ড্রাম তৈরির কারখানায় গ্যাসের পাইপ ফেটে নুর নবী (৩০) নামে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে নগরীর ইপিজেডের ভেতরে ড্যাপ অ্যাসোসিয়েন ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। নুর নবীর গ্রামের বাড়ি বগুড়ায়।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির বাংলানিউজকে জানান, ফ্যাক্টরিতে কাজ করার সময় গ্যাসের পাইপ ফেটে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়।

 বার্ন ইউনিটে ভর্তি চিকিতসাধীন ওই শ্রমিকের মুখ পুড়ে গেছে।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।