ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশের অভিযান, আটক ২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশের অভিযান, আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর কোতয়ালি থানার স্টেশন রোডে একটি ছিনতাইয়ের ঘটনার পর অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্টেশন রোডে পরীস্থান গলির মুখে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।   খবর পেয়ে আশপাশের এলাকায় অভিযানে নামে পুলিশ।

কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) ইমদাদ হোসেন চৌধুরী বাংলানিউজকে জানান, বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহাদাৎ হোসেন কাঁচাবাজার করার জন্য রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিলেন। পরীস্থান গলির মুখে ছোরার ভয় দেখিয়ে দুই ছিনতাইকারী তার কাছ থেকে নগদ ৩৪০০ টাকা ও একটি মানিব্যাগ ছিনিয়ে নেয়।

মানিব্যাগের ভেতর ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ড এবং ইসলামী ব্যাংক ও ইউসিবিএল’র দুটি ক্রেডিট কার্ড ছিল।  

ছিনতাইয়ের পর শাহাদা‍ৎ দ্রুত বিষয়টি কোতয়ালি থানাকে অবহিত করেন।   এরপর পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন ও রিদওয়ান নামে দুই ছিনতাইকারীকে আটক করেন।   তাদের কাছ থেকে মানিব্যাগ ও টাকা এবং একটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এস আই ইমদাদ।

আটক দুজন পেশাদার ছিনতাইকারী ও মাদকসেবী বলে জানিয়েছেন তিনি। ছিনতাইয়ের ঘটনায় শাহাদাৎ কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করছেন বলেও জানিয়েছেন এস আই ইমদাদ।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad