ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না জসিমের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
স্কুল থেকে বাড়ি ফেরা হলো না জসিমের প্রতীকী ছবি

চট্টগ্রাম: স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় জসিম উদ্দিন (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জসিম টইটং ইউনিয়নের জানালিপাড়া এলাকার মিয়াঁজানের ছেলে।

সে পূর্ব সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বাংলানিউজকে জানান, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে টইটংয়ের হাজিবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় জসিম।

পরে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় অটোরিকশাটি আটক করা হয়েছে। চালককে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।