ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাতে তালা ভেঙে মোটরসাইকেল চুরি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
রাতে তালা ভেঙে মোটরসাইকেল চুরি!

চট্টগ্রাম: পটিয়ার ছনহরা ইউনিয়নে একটি বাড়ি থেকে তালা ভেঙে ২ লাখ টাকা দামের ‘পালসার’ ব্রান্ডের মোটরসাইকেল চুরি করেছে চোর। রোববার (১২ নভেম্বর) দিনগত রাতের কোনো একসময় মোটরসাইকেলটি চুরি হয়।

এ ব্যাপারে পটিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন আলমদার পাড়ার ৫ নম্বর ওয়ার্ডের আবদুস সোবহান তালুকদারের ছেলে মহিউদ্দিন তালুকদার। সোমবার (১৩ নভেম্বর) সকালে তিনি এ অভিযোগ (নম্বর: ২৯৪৫)  দেন।

মহিউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, রোববার রাত ১০টায় তিনি বাড়ির সামনের একটি ছোট কক্ষে মোটরসাইকেল (চট্টমেট্রো-ল ১২-৮৩১৭) রেখে লক করেন। এরপর রুমের বাইরে তালা মেরে ঘুমিয়ে পড়েন।

সোমবার সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে দেখেন ওই কক্ষের তালা কাটা। কক্ষের ভেতরে রাখা মোটরসাইকেলটিও নেই।

তিনি জানান, চার বছর আগে কেনা হয়েছিল মোটরসাইকেলটি। তার ভগ্নিপতি শহিদুল আলম ঢাকায় থাকায় তার অবর্তমানে গাড়িটি তিনি চালাতেন।

এ ব্যাপারে সোমবার সকালে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং পুলিশের কাছে মোটরসাইকেলটি উদ্ধারে আন্তরিক সহযোগিতা চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।