ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেএসসি

অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ইংরেজী ২য় পত্র পরীক্ষায় তাদের বহিষ্কার করা হয়েছে।

এর মধ্যে নগরীর পুলিশ ইনস্টিটিউশনে কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ের ১ এবং সন্দ্বীপের মুছাপুর বদিউজ্জমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।      

অন্যদিকে, তৃতীয় দিনের ইংরেজী ২য় পত্র পরীক্ষায় ২১৮টি কেন্দ্রে ৩ হাজার ১৭২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

মোট অনুপস্থিতির মধ্যে মহানগরীসহ চট্টগ্রাম জেলায় ১ হাজার ৮৬৫ জন, কক্সবাজারে ৫৬৮ জন, রাঙামাটিতে ২৭৮ জন, খাগড়াছড়িতে ৩৪২ জন এবং বান্দরবানে ১১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান বাংলানিউজকে জানান, শিক্ষাবোর্ডের অধীনে ৮ম শ্রেণির জেএসসি পরীক্ষা ২১৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।
ইংরেজী ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, ইংরেজী ২য় পত্র পরীক্ষায় ৩ হাজার ১৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে মহানগরীসহ চট্টগ্রাম জেলার ১২৭টি কেন্দ্রে ১ লাখ ২৬ হাজার ৬০৭ জনের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৬০৭ জন, কক্সবাজার জেলার ৩৩টি কেন্দ্রে ২৬ হাজার ৩৩২ জনের মধ্যে ২৫ হাজার ৭৬৪ জন, রাঙামাটি জেলার ২৩টি কেন্দ্রে ১০ হাজার ৪৮৫ জনের মধ্যে ১০ হাজার ২০৭ জন, খাগড়াছড়ি জেলার ২২টি কেন্দ্রের মধ্যে ১১ হাজার ৩৯ জনের মধ্যে ১০ হাজার ৬৯৭ জন এবং বান্দরবান জেলার ১৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮১ জনের মধ্যে ৪ হাজার ৮৬২ জন পরীক্ষায় অংশ নিয়েছে।
 
এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ২১২টি স্কুলের ১ লাখ ৮৩ হাজার ৬০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৮২ হাজার ৭২২ জন ছাত্র এবং ১ লাখ ৮৮৫ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭২ হাজার ৩২৩ জন নিয়মিত এবং ১১ হাজার ২৮৪ জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।