ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আইকনিক মেঘনা ভবন নির্মাণ করবে এএনজেড প্রপ্রার্টিজ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আইকনিক মেঘনা ভবন নির্মাণ করবে এএনজেড প্রপ্রার্টিজ আইকনিক মেঘনা ভবন নির্মাণ করবে এএনজেড প্রপ্রার্টিজ

চট্টগ্রাম: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ১৯ তলা বাণিজ্যিক স্থাপনা ‘মেঘনা ভবন’ নির্মাণের লক্ষ্যে দেশের অন্যতম রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এএনজেড প্রপার্টিজের সঙ্গে চুক্তি সই হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সকালে নগরীর আগ্রাবাদস্থ মেঘনা পেট্রোলিয়ামের কর্পোরেট অফিসে এই চুক্তি সই হয়।

মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মীর ছাইফুল্লাহ-আল-খালেদের উপস্থিতিতে মেঘনার হেড অব অপারেশন্স শেখ আবদুল মোতালেব এবং এএনজেড প্রপার্টিজের প্রধান পরিচালন কর্মকর্তা প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন চুক্তিতে সই করেন।

 

বহুতল মেঘনা ভবনের প্রকল্প পরিচালক এবং মেঘনা প্রেট্রোলিয়ামের ডিজিএম মাহবুবুন নূর জানান মেঘনা ভবন নির্মাণের লক্ষ্যে চলতি বছরের জানুয়ারি মাসে উন্মুক্ত টেন্ডার আহ্বান করলে দেশের শীর্ষ ১৩টি নির্মাণ প্রতিষ্ঠান এতে অংশ নেয়। কারিগরি যাচাই-বাছাই এবং আর্থিক বিডিংয়ের ধারাবাহিকতা শেষে এএনজেড প্রপার্টিজ এই বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের যোগ্য বিবেচিত হয়।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা পেট্রোলিয়ামের মহাব্যবস্থাপক (এএন্ডএফ) কাজী মনোয়ার দিলদার, মহাব্যবস্থাপক (মার্কেটিং) শহিদুল হক, মহাব্যবস্থাপক (এইচ আর) মো. আকতার হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার (পিএন্ড ই) জসিম উদ্দিন, ডেপুটি জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং) এবং প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহবুবুন নুর, এসিসটেন্ট জেনারেল ম্যানেজার (পারচেজ) ইনাম ইলাহী চৌধুরী, এএনজেড প্রপার্টিজের প্রধান প্রকৌশলী বিশ্বজিত চৌধুরী, মীর মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মঈনুদ্দিন হাসান, মেঘনা পেট্রোলিয়াম সিবিএ সভাপতি সাদেকুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান।

আগামী ৪ নভেম্বর এই বহুতল ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এম এ লতিফ, জ্বালানি সচিব নাজিম উদ্দীন চৌধুরি, এএনজেড  প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিপিসির চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।