ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাদার্নে ‘নন্দনতত্ত্ব ও গণিত’ শীর্ষক সেমিনার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
সাদার্নে ‘নন্দনতত্ত্ব ও গণিত’ শীর্ষক সেমিনার সাদার্নে ‘নন্দনতত্ত্ব ও গণিত’ শীর্ষক সেমিনার

চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘নন্দনতত্ত্ব ও গণিত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে সেমিনারে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের প্রধান ও উপ-উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার এম. আলী আশরাফ।

পাওয়ার পয়েন্ট প্রযুক্তি ব্যবহার করে ‘নন্দনতত্ত্ব ও গণিত’ বিষয়ের ওপর প্রেজেন্টেশনের মাধ্যমে সেমিনারটি উপস্থাপন করেন প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি রফিক আজম। স্থাপত্য শিল্পে নান্দনিকতার পাশাপাশি প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে বিজ্ঞান ও প্রকৃতির মেলবন্ধন ঘটানো যায় তার সঠিক ধারণা দেন তিনি।

প্রাকৃতিক সম্পদ ও অনুকূল পরিবেশ নষ্ট না করেও যে নতুন কিছু সৃষ্টি করা যায় উদাহরণ হিসেবে তিনি তার সৃষ্টিগুলোর ধারাবাহিক বর্ণনা দেন।  তিনি ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্যের মধ্যে যে গভীর সম্পর্ক তা খুব সুন্দরভাবে বর্ণনা করেন।

দেশের সার্বিক উন্নয়নে তার কিছু সুদূরপ্রসারী পরিকল্পনার কথা ব্যক্ত করেন এবং দেশের অভ্যন্তরেও সৃজনশীল নির্দশন সৃষ্টিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।

সমাপনী বক্তব্যে বিভাগীয় প্রধান এম আলী আশরাফ সবার সহযোগিতা চেয়ে প্রযুক্তিনির্ভর ল্যাব সুবিধা এবং উন্নত ক্লাস ব্যবস্থার মাধ্যমে ডিপার্টমেন্টকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।