ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবাসহ গ্রেফতার চার ব্যবসায়ীর কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
ইয়াবাসহ গ্রেফতার চার ব্যবসায়ীর কারাদণ্ড

চট্টগ্রাম: দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার চার মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এই রায় দিয়েছেন।

দণ্ডিত আসামিরা হলেন-মো. জসীম উদ্দিন, ফরিদ আহাম্মদ, আজাদ হোসেন, আমির আলী।

  এদের মধ্যে জসীম উদ্দিন কারাগারে আছেন। বাকিরা পলাতক রয়েছেন।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, আসামিদের মধ্যে মো. জসীম উদ্দিন ও ফরিদ আহাম্মদকে ৬ বছর এবং আজাদ হোসেন ও আমির আলীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।

২০১৬ সালের ২০ আগস্ট রাতে নগরীর সদরঘাট থানার সদরঘাট রোডের একটি ফার্মেসির সামনের রাস্তার উপর থেকে দুই হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গত বছরের ৩ অক্টোবর অভিযোগপত্র দাখিলের পর ১ ডিসেম্বর অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ ৫ জনকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।