ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেএসসি

পরীক্ষার্থী কমেছে জেলায়, বেড়েছে পাবর্ত্যাঞ্চলে

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
পরীক্ষার্থী কমেছে জেলায়, বেড়েছে পাবর্ত্যাঞ্চলে ফাইল ছবি

চট্টগ্রাম:  জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবছর মহানগরীসহ চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা কমলেও তিন পার্বত্য জেলায় বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। যথারীতি এবারও মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যাই বেশি।

এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ২১২টি স্কুলের ১ লাখ ৮৩ হাজার ৬০৭ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৮২ হাজার ৭২২ জন ছাত্র এবং ১ লাখ ৮৮৫ জন ছাত্রী।

মোট পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ২৮৪ জন অনিয়মিত শিক্ষার্থী রয়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বাংলানিউজকে জানান, ১ নভেম্বর আসন্ন জেএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পাদনের লক্ষ্যে ২১৮টি কেন্দ্র সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষায় ১০টি ডিজিট্যাল টিম সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। মোট পরীক্ষার্থীর মধ্যে এবার যথারীতি ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। এবার ১ লাখ ৮৩ হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭২ হাজার ৩২৩ জন নিয়মিত এবং ১১ হাজার ২৮৪ জন অনিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। আগামী ১ নভেম্বর শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত এ জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, ২১৮টি কেন্দ্রে এবছর ১ হাজার ২১২টি স্কুলের ১ লাখ ৮৩ হাজার ৬০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। গতবছর মোট ২১১টি কেন্দ্রে ১ হাজার ২০৯টি স্কুলের ১ লাখ ৮১ হাজর ৬৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এবছর মোট পরীক্ষার্থীর মধ্যে মহানগরীসহ চট্টগ্রাম জেলায় ১২৭টি কেন্দ্রে ৭৫৯টি স্কুলের ১ লাখ ২৮ হাজার ৯৩১ জন, চট্টগ্রাম মহানগরীতে ৩৯টি কেন্দ্রে ২০৭টি স্কুলের ৪২ হাজার ৮৪৪ জন, কক্সবাজার জেলায় ৩৩টি কেন্দ্রে ১৭২টি স্কুলের ২৬ হাজার ৭৩০ জন, রাঙামাটি পাবর্ত্য জেলায় ২৩টি কেন্দ্রে ১২৭টি স্কুলের ১১ হাজার ১৬২ জন, খাগড়াছড়ি পাবর্ত্য জেলার ২২টি কেন্দ্রে ১০০টি স্কুলের ১১ হাজার ২৮৬ জন ও বান্দরবান পাবর্ত্য জেলায় ১৩টি কেন্দ্রে ৫৪টি স্কুলের ৫ হাজার ৪৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

মহানগরীসহ চট্টগ্রাম জেলায় গতবছর ১ লাখ ২৯ হাজার ১২৫ জন অংশ নিলেও এবার অংশ নিচ্ছে ১ লাখ ২৮ হাজার ৯৩১ জন এবং রাঙামাটি পার্বত্য জেলায় গতবছরের চেয়ে ২১৬ জন বেড়ে এবার অংশ নিচ্ছে ১১ হাজার ১৬২ জন, খাগড়াছড়ি পাবর্ত্য জেলায়ও ১৮০ জন বেড়ে এবার অংশ নিচ্ছে ১১ হাজার ১০৬ জন ও বান্দরবান পার্বত্য জেলায় ৫০০ জন বেড়ে এবার অংশ নিচ্ছে ৫ হাজার ৪৯৮ জন পরীক্ষার্থী।

জেএসসিতে এবছর এক বিষয়ে পরীক্ষায় অংশ নিবে ৮ হাজার ৯৪৮ জন, দুই বিষয়ে ১ হাজার ৪৫৬ জন, তিন বিষয়ে ২০৬ জন এবং সকল বিষয়ে ১ লাখ ৭২ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।