ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চেক প্রতারণার দায়ে পোশাক ব্যবসায়ীর কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
চেক প্রতারণার দায়ে পোশাক ব্যবসায়ীর কারাদণ্ড

চট্টগ্রাম: চেক প্রতারণার অভিযোগে কেডিএস গ্রুপের দায়ের করা মামলায় পোশাক ব্যবসায়ী সৈয়দ আহসানুল হক শামীমকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।  একইসঙ্গে তাকে চেকের সমপরিমাণ ১০ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা পরিশোধেরও নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ অক্টোবর) চট্টগ্রামের পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ শারমিন রাহা এই রায় দিয়েছেন।

দণ্ডিত সৈয়দ আহসানুল হক শামীম নগরীর সাগরিকা এলাকার বিউমন্ড অ্যাপারেলস লিমিটেডের মালিক।

২০১৫ সালের ১৯ অক্টোবর শামীমের বিরুদ্ধে আদালতে চেক প্রতারণার মামলা করেন কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেডের লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের উপ-ব্যবস্থাপক শিমুল সেন।

শিমুল সেন বাংলানিউজকে বলেন, কেডিএস থেকে অ্যাক্সেসরিজ কিনে এক্সিম ব্যাংকের একটি চেক দিয়েছিলেন ব্যবসায়ী শামীম।

  পরে চেকটি অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়।   বারবার তাগাদা দেওয়ার পর টাকা পরিশোধের উদ্যোগ না নেওয়ায় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মামলা দায়ের করি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।