ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারী মোড়ে সড়কে ব্যারিকেড, যাত্রীদের দুর্ভোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
হাটহাজারী মোড়ে সড়কে ব্যারিকেড, যাত্রীদের দুর্ভোগ হাটহাজারী মোড়ে সড়কে ব্যারিকেড, যাত্রীদের দুর্ভোগ

চট্টগ্রাম: আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলমকে আটকের প্রতিবাদে হাটহাজারী বাসস্ট্যান্ড মোড়ে ব্যারিকেড দিয়েছে তার অনুসারীরা। মঞ্জুরুল আলম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আলোচিত পরিবহন নেতা।

রোববার (২২ অক্টোবর) সকাল সাড় নয়টার দিকে মঞ্জুরের অনুসারীরা রাস্তায় আড়াআড়িভাবে বাস রেখে ব্যারিকেড দিলে দুপাশে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে দুর্ভোগে পড়েন চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি, চট্টগ্রাম-রাউজান-রাঙামাটি রুটসহ নগরমুখী যাত্রীরা।

আটকা পড়ে কয়েকশ যানবাহন।

যুবলীগ নেতার পায়ে গুলি করে আ'লীগ নেতা মঞ্জুরুল আটক

শ্যামল নামের একজন যাত্রী ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, রাস্তার ওপর আড়াআড়ি বাস রেখে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা।

এর ফলে দুপাশে শত শত গাড়ি আটকা পড়েছে। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে গেছে। সপ্তাহের প্রথম খোলার দিন হওয়ায় শহরমুখী নারী-শিশুসহ যাত্রীদের পায়ে হেঁটে হাটহাজারী মোড় পেরোতে হচ্ছে। সিএনজি অটোরিকশাসহ ছোট ছোট যানবাহনে বেশি ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। কিন্তু ভাড়া বেশি হাঁকায় বিপাকে পড়েছেন অনেকে।

হাটহাজারী থানার এসআই মো. খলিল বাংলানিউজকে জানান, মঞ্জুরুল আলমের গ্রুপের লোকজন মোড়ের ২০ গজ দক্ষিণে ব্যারিকেড দিয়েছে। এতে তিন-চারটি বাস আটকা পড়েছে। আমরা ব্যারিকেড তোলার চেষ্টা করছি।

বেলা ১১টায়ও ব্যারিকেড তোলা সম্ভব হয়নি বলে জানান তিনি।  

শনিবার (২১ অক্টোবর) গভীর রাত ১২ টার দিকে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে থেকে মঞ্জুরুল আলমকে  আটক করা হয়। জয়নাল নামের এক যুবলীগ নেতাকে গুলি করার অপরাধে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।  

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।