ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগ নেতাকে গুলি, আ’লীগ নেতা মঞ্জুরুল আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
যুবলীগ নেতাকে গুলি, আ’লীগ নেতা মঞ্জুরুল আটক মঞ্জুরুল আলম

চট্টগ্রাম: মদ্যপ অবস্থায় জয়নাল আবেদিন নামে যুবলীগের এক নেতাকে গুলি করে গুরুতর আহত করেছেন আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম।  এই ঘটনার পর পুলিশ মঞ্জুরুলকে আটক করেছে।

মঞ্জুরুল আলম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আলোচিত পরিবহন নেতা।

শনিবার (২১ অক্টোবর) গভীর রাত ১২ টার দিকে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

 গুলির ঘটনাটিও ঘটেছে একই এলাকায়।

কোতয়ালী থানার ওসি জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, রাতে দুজনই অফিসার্স ক্লাবে দীর্ঘক্ষণ ছিলেন।

 সেখান থেকে দুজনকে কথা কাটাকাটি করতে করতে বের হতে দেখেন স্থানীয় লোকজন।  

অফিসার্স ক্লাবের সামনে এম এ আজিজ স্টেডিয়ামের ছোট ফটকের মুখে দুজন দাঁড়িয়ে ঝগড়া করতে থাকেন।   এক পর্যায়ে মঞ্জুরুল আলম  পিস্তল বের করে জয়নালের পায়ে গুলি করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।  এসময় মঞ্জুরুলকে আটক করে থানায় নিয়ে যায়।   তবে তাকে হাজতে না রেখে রাতভর ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে বসিয়ে রাখা হয়।   রোববার সকালেও মঞ্জুরুলকে ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে দেখা গেছে।  

আহত জয়নালকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে বলে ওসি জানান।

আনোয়ারা উপজেলার বাসিন্দা জয়নাল দক্ষিণ জেলা যুবলীগ নেতা। তার ভাই মো. আলমগীর আনোয়ারা থেকে নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য।

জয়নালের ভাই মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ওসি।

গুলি করার সময় মঞ্জুরুল অসংলগ্ন ছিলেন বলেও জানিয়েছেন ওসি।

মঞ্জুরুলের বাড়ি হাটহাজারী উপজেলায়।   সেখানে আওয়ামী লীগের একটি অংশ নিয়ন্ত্রণ করেন মঞ্জুরুল।   সিনিয়র নেতাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের ভেতরে বিভেদ সৃষ্টির অভিযোগ আছে তার বিরুদ্ধে।

সূত্রমতে, মঞ্জুরুলকে আটকের খবর পেয়ে রাতেই তার অনুসারীরা থানায় যান।   বিভিন্নভাবে ছাড়ানোর তদবির করে ব্যর্থ হন তারা।

মঞ্জুরুল আলম বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব।   তাকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর হাটহাজারীতে সড়ক অবরোধ করে তার অনুসারীরা।   এতে দুর্ভোগে পড়েছেন উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মানুষ।

বাংলাদেশ সময় ১০১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।