ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সুদীপ্তের 'মূল খুনিদের' একজন আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
সুদীপ্তের 'মূল খুনিদের' একজন আটক সুদীপ্ত বিশ্বাস খুনের ঘটনায় গ্রেফতার ফয়সাল আহমেদ পাপ্পু

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস খুনের ঘটনায় ফয়সাল আহমেদ পাপ্পু (২১) নামে আরো একজনকে আটক করেছে পুলিশ। পাপ্পু সুদীপ্তের মূল খুনিদের একজন বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে নগরীর দেওয়ানহাট দুই নম্বর রেলগেইট এলাকা থেকে পাপ্পুকে আটক করেছে পুলিশ।  

পাপ্পু নগরীর লালখানবাজারের বাঘঘোনা এলাকার মো. বাবুলের ছেলে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ( দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বাংলানিউজকে বলেন, পাপ্পু লোহার পাইপ দিয়ে সুদীপ্তের মাথায় আঘাত করেছিল। সুদীপ্তকে আঘাত করে ফেরার পথে নগরীর তিন পোলের মাথা এলাকায় পাপ্পুদের বহনকারী অটোরিকশা বিকল হয়ে যায়।

পাপ্পু লোহার পাইপ তিন পোলের মাথা এলাকায় ফেলে চলে যায়।

আনুমানিক ৩ ফুট লম্বা ওয়াসার লোহার পাইপটি তিন পোলের মাথা থেকে রাত সোয়া ১১ টার দিকে উদ্ধারের কথা জানিয়েছেন রউফ।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমিন বাংলানিউজকে জানিয়েছেন, পাপ্পুকে সদরঘাট থানায় নিয়ে খুনের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে একই ঘটনায় মোক্তার, বাবু ও খায়ের নামে তিনজনকে আটক করা হয়।

গত ৬ অক্টোবর নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে সুদীপ্তকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করে দুবৃর্ত্তরা।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।