ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গা দম্পতির হামলায় পুলিশের এসআই আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
রোহিঙ্গা দম্পতির হামলায় পুলিশের এসআই আহত রোহিঙ্গা দম্পতির হামলায় পুলিশের এসআই আহত

চট্টগ্রাম: রোহিঙ্গা দম্পতির হামলায় কবির আহমদ (৪০) নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। শনিবার (২১ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলার টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে।

আহত এসআই কবির আহমদ টেকনাফের নয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ। এদিকে এ ঘটনায় অভিযান চালিয়ে ২ রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

তারা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু এলাকার দিল বাহার ও আরেফা।

টেকনাফ থানার ভার্প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বাংলানিউজকে বলেন, নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অবৈধভাবে দোকান নির্মাণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়।

দোকান নির্মাণে বাধা দেওয়ায় এসময় এক রোহিঙ্গা দম্পতি ও তার পরিবারের সদস্যরা নয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের ওপর হামলা চালায়। এতে আহত হয়েছেন এসআই কবির আহমদ। পরে শরণার্থী ক্যাম্পে থানা পুলিশ অভিযান চালিয়ে ২ রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।