ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৪০০ মেধাবী পাচ্ছে ১৫ লাখ টাকার সাদ মুছা বৃত্তি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
৪০০ মেধাবী পাচ্ছে ১৫ লাখ টাকার সাদ মুছা বৃত্তি

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার ৪০০ গরিব ও মেধাবীকে এবার ১৫ লাখ টাকার সাদ মুছা-ক্রিয়েটিভ স্কলারশিপ দেওয়া হবে। শনিবার ( ২১ অক্টোবর) বিকেল তিনটায় উপজেলা সদরের সাদ মুছা ইন্ডাস্ট্রিয়াল পার্ক মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

সাদ মুছা-ক্রিয়েটিভ স্কলারশিপের প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ মোহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক একেএম জহুরুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সহকারী পুলিশ সুপার মো. মফিজ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকিকুর রেজা খান প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad