ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সত্য প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
সত্য প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর সত্য প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

চট্টগ্রাম: দেশের উন্নয়ন ও সত্য প্রতিষ্ঠায় সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নুর।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে নগরীর নন্দনকাননের চট্টগ্রাম বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, মানবতা, শান্তি, প্রেম ও সত্য প্রতিষ্ঠা করতে পারলে দেশে আর কোন হানাহানি থাকবে না।

থাকবে না কোন অবিচার ও হত্যাকাণ্ড। সত্য প্রতিষ্ঠায় যুগে যুগে মহাপুরুষেরা আবির্ভুত হয়েছেন।
ক্ষুদিরাম, সূর্যসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ মুক্তিযোদ্ধা স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করেছেন। যদিও  একটি মহল দেশে জঙ্গীবাদ সৃষ্টির পায়তারা করছে। গাড়িতে অগ্নিসংযোগ,  বাড়ি-ঘরে আগুন দিয়ে অশান্তি সৃষ্টি করছে। যা মোটেও কাম্য নয়। মানুষকে ভালবাসলে কেন ওরা মানুষ হত্যা করছে। দেশে অশান্তি সৃষ্টি করছে। দেশ বিরোধী কাজ করছে।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এসে বৌদ্ধ মন্দির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেও কেন মন্দির নির্মাণ হচ্ছে না? নিশ্চয়ই এখানে লোভ রয়েছে। নইলে কেন মন্দির নির্মাণ হবে না, সেই বিষয়ে প্রশ্ন রাখেন সংস্কৃতিমন্ত্রী।

উপসংঘরাজ জ্ঞানশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান।

প্রধান ধর্মদেশক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের।

বৌদ্ধ সমিতি যুব'র সাধারণ সম্পাদক স্বপন কান্তি বড়ুয়া ও আওয়ামী লীগ নেতা সপু বড়ুয়ার সঞ্চালনে সভায় বক্তব্য রাখেন বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, মহাসচিব সুদীপ বড়ুয়া, সাবেক সভাপতি লায়ন আদর্শ কুমার বড়ুয়া, বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী, পরমানন্দ থের, বৌদ্ধ সমিতি যুব'র সভাপতি অ্যাডভোকেট জয়শান্ত বিকাশ বড়ুয়া,উদযাপন পরিষদের সভাপতা প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রসুন কুমার বড়ুয়া, আওয়ামী লীগ নেতা টিংকু বড়ুয়া, তাপস কুমার বড়ুয়া, প্রবীর বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।