ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সুচিকিৎসার পূর্বশর্ত নির্ভুল রোগ নির্ণয়: মেয়র নাছির

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
সুচিকিৎসার পূর্বশর্ত নির্ভুল রোগ নির্ণয়: মেয়র নাছির টেক কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নির্ভুল রোগ নির্ণয় করা মানুষের সুচিকিৎসার পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে নগরীর বায়েজদি আবাসিক এলাকায় টেক কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনকালে মেয়র এ মন্তব্য করেন।

তিনি বলেন, সঠিকভাবে ডায়াগনসিস না হলে রোগ নির্ণয় করা কঠিন হয়ে যায়। ফলে রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়।

তিনি স্বল্পমূল্যে এলাকার রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান।

মেয়র ফিতা কেটে ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন।

এ সময় ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, সমাজসেবক গোলাম মোস্তফা, রেজাউল করিম, আবদুল নবী লেদু, মোহাম্মদ পেয়ারু, প্রতিষ্ঠানের কর্ণধার আহমেদুর রহমান লিটন, নারায়ণ, কামরুল প্রমুখ উপস্থিত ছিলেন।  

উদ্বোধন উপলক্ষে টেক কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ডা. সালাহ উদ্দিন পারভেজ ও ডা. সরেন্দু প্রসাদ দেব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মোহাম্মদ ইউসুফ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।