ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আটক ৫

চট্টগ্রাম: নগরীর চাকতাই-খাতুনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ৫ চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ অক্টোবর) ভোরে নগরীর নতুন চাকতাইয়ের রামপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের বিনানীহারা গ্রামের মো. ইউনুছ সওদাগরের ছেলে মো. ইলিয়াছ প্রকাশ আশিক (৩৭), নগরীর হালিশহর থানার সবুজবাগ এলাকার মো. মাসুদের ছেলে মো. সোহেল প্রকাশ ভ্যান সোহেল (২৮), পটিয়ার মনোহর এলাকার কামাল উদ্দিনের ছেলে সুজন (২৭), পটিয়ার ভাটিখাইন ইউনিয়নের বারেক চেয়ারম্যান বাড়ির হাজ আবু তাহেরের চেলে তারেকুল ইসলাম মামুন (৩১) ও কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকার সালেহ আহমদের ছেলে মো. রবিন (৩২)।

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে থানার এস আই সাইফ অভিযান চালিয়ে তাদের আটক করেছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ডিউটি অফিসার এএসআই মো. আলমগীর।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণ চৌধুরী বাংলানিউজকে জানান, অভিযান চালিয়ে ৫ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তারা চাকতাই ও খাতুনগঞ্জ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।

এছাড়াও ব্যবসায়ীদের কাছ বিভিন্ন সময় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।