ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অস্থির থেকে ‘স্থিতিশীল’ কাঁচাবাজার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
অস্থির থেকে ‘স্থিতিশীল’ কাঁচাবাজার সবজি বাজার (ফাইল ছবি)

চট্টগ্রাম: অস্থির কাঁচাবাজার এবার থামল স্থিতিশীলে। দুই সপ্তাহ আগে ২০০ টাকা পর্যন্ত ঠেকেছিল কোনো কোনো সবজির দাম। গেল সপ্তাহে নেমে আসে তা ৮০ টাকার ভেতরে। এই সপ্তাহেও এই দামেই স্থিতিশীল রয়েছে কাঁচাসবজির।

শুক্রবার ২০ অক্টোবর) সকালে নগরীর কাজির দেউড়ি ও চকবাজারের কাঁচাবাজারে গিয়ে দেখা যায় এই চিত্র।

বরবটি ৬০ টাকা, কাকরোল ৭০, তিত করলা ৬০, ঢেঁড়শ ৬৫, মূলা ৫০-৫৫ টাকা, লাউ ৫০ টাকা, টমেটো ৮০ টাকা, বেগুন ৬৫ টাকা, পটল ৫০ টাকা, শসা ৪০ ও আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে গত সপ্তাহে কাঁচা মরিচ ২০০ টাকা বিক্রি হয়েছিল সেটি এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

কাজির দেউড়ি বাজারে সবজি বিক্রেতা আতিক বাংলানিউজকে বলেন, ‘সবজির সরবরাহ অনেক বেড়েছে।

এরপরও দাম বেশি হওয়ার কারণ সবজির চাহিদা। দুই সপ্তাহ আগে ফুলকপি ২০০ টাকা, শিম ১৪০ ও বেগুন ১২০ টাকায় বিক্রি করেছি। তবুও ক্রেতারা কিনে নিয়ে গেছেন। আসলে সবজির সরবরাহ সঙ্গে দামের সম্পর্ক নেই, বেশির ভাগ সবজি উত্তরবঙ্গের। তাই যাতায়ত খরচ বেশি হওয়ায় পাইকারী দামও বেশি। ’

এদিকে মাছের বাজারেও দাম স্থিতিশীল রয়েছে।  কাতলা মাছ ৩৫০, তেলাপোয়া ১২০ টাকা, রুপচাঁদা ৬০০, বড় কোরাল ৭০০,চিংড়ি মাছ (বড় ও মাঝারি) ৪০০ থেকে ১২০০, মলা মাছ ১৮০, লইট্টা ১১০, বাটা মাছ ৪০০, কই ৪০০ ও কেঁচকি মাছ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংস কেজি ৬০০, ছাগল ৭০০, দেশি মুরগি ৩৬০ ও ফার্মের মুরগি ১১০ টাকায় বিক্রি করতে দেখা গেছে বাজারে।

বাংলাদেশ সময়:১০২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।