ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভর্তিচ্ছুদের সুবিধার্থে শাটল ট্রেনের সময় পরিবর্তন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ভর্তিচ্ছুদের সুবিধার্থে শাটল ট্রেনের সময় পরিবর্তন ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে শাটল ও ডেমুর সময় পরিবর্তন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে শাটল ও ডেমু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। যা ২৬, ২৭, ২৮ ও ২৯ অক্টোবর কার্যকর থাকবে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. অালী অাজগর চৌধুরী।

নতুন সূচি অনুযায়ী বটতলি স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়মুখী ট্রেন ছাড়বে-সকাল ৬.০০টা, ৬.৩০টা, ৮.১৫টা, ৮.৪৫টা, ডেমু ট্রেন ৯.১৫টা, শাটল দুপুর ১.০০টা, ৪.০০টা ও রাত ৮.৩০টা।
 
ক্যাম্পাস থেকে শহরমুখী ট্রেন ছাড়বে সকাল ৭.০৫টা, ৭.৩৫টা, ডেমু ১০.২০টা, শাটল দুপুর ১.০৫টা, ১.৩০টা, ২.৩০টা, বিকেল ৫.৩০টা ও রাত ৯.৩০টা।
 
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
জেইউ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।