ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৬০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
৬০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ পলিথিন ব্যাগ জব্দ

চট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানার কলসি দীঘির পাড় এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠান ও মালিকের বাসায় অভিযান চালিয়ে ৬০০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল সাগে ১০টায় এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।

তিনি বাংলানিউজকে জানান, কলসি দীঘির পাড় এলাকায় শহীদ নামক একজন ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে ও বাসায় অভিযান চালিয়ে আনুমানিক ৬০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করেছি।

প্রতিষ্ঠানটিকে শুক্রবার (২০ অক্টোবর) শুনানিতে হাজিরের নোটিশ দেওয়া হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক ফখর উদ্দীন চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।