ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
বন্দরের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম: বন্দরের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল আরীফ।   এতে নগর পুলিশ ও বন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহযোগিতা করে।

নির্বাহি ম্যাজিস্ট্রেট জানান, নগরীর বন্দর থানাধীন হালিশহর মৌজার সল্ট গোলা ক্রসিং থেকে ঈশান মিস্ত্রিহাট পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা  বিভিন্ন ধরনের ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বন্দরের ভূ’মি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪ি২ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।