ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু

চট্টগ্রাম: সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রী তানিয়া বেগমের (৭) মৃত্যু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে কক্সবাজারের পেকুয়া উপজেলার সবুজবাজার এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় সে।

তানিয়া রাজাখালী ইউনিয়নের উলাদিয়া পাড়া এলাকার মাহমুদুল করিমের মেয়ে।

রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল সে।

জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পেকুয়ার স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও অবস্থার অবনতি দেখে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় সকালে ওই শিশু মারা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad