ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চার মাদক বিক্রেতার কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
চট্টগ্রামে চার মাদক বিক্রেতার কারাদণ্ড

চট্টগ্রাম: দুই হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় চার মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। 

বুধবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এই রায় দিয়েছেন।

দণ্ডিত চারজন হলেন, মো.আলী হোসেন, মো.নাসিম, হেলাল উদ্দিন ও ওমর ফারুক।

  

আলী হোসেনকে ৬ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।  নাসিম, হেলাল ও ওমর ফারুককে ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

আলী হোসেন ও নাসিম পলাতক আছেন।   রায় ঘোষণার সময় হেলাল ও ওমর ফারুক আদালতে হাজির ছিলেন।   পরে তাদের কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বাংলানিউজকে রায়ের বিষয়টি জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৪ ফেব্রুয়ারি পতেঙ্গার কাঠগড় এলাকায় ৮০০ পিস ইয়াবাসহ আলী হোসেন এবং ৪০০ পিস করে মোট ১২০০ পিস ইয়াবাসহ বাকি তিনজনকে গ্রেফতার করে পুলিশ।   তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানার এসআই মো.মনিরুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন।

ওই মামলায় গত বছরের ৬ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।   গত বছরের ১৯ জুন অভিযোগ গঠনের পর ছয়জনের সাক্ষ্য নেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।