ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এতিম রোহিঙ্গা শিশুর সংখ্যা ১৬ হাজার ৮৩৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এতিম রোহিঙ্গা শিশুর সংখ্যা ১৬ হাজার ৮৩৩ মা-বাবাকে হারিয়ে পালিয়ে আসার পথে কাঁটাতারে আটকা পড়া দুই শিশু (ফাইল ছবি)

চট্টগ্রাম: মিয়ানমারে নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এখন পর্যন্ত ১৬ হাজার ৮৩৩ জন এতিম শিশুর সন্ধান পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা বিষয়ক আন্ত:সংস্থা সমন্বয় সভা কক্সবাজারের সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়।

সভায় সমাজ সেবা অফিসার মো. এমরান খান এতিম রোহিঙ্গা শিশুদের বিষয়ে এই তথ্য দেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ১৬ হাজার ৮৩৩ জন এতিম রোহিঙ্গা শিশুর সন্ধান পাওয়া গেছে। অনুসন্ধান প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক আলী হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল। এছাড়া কক্সবাজার রিফিউজি ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।