ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নবজাতকের পরে চলে গেলেন মা-ও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
নবজাতকের পরে চলে গেলেন মা-ও প্রতীকী ছবি

চট্টগ্রাম: ফটিকছড়ির আল নুর হাসপাতালে জন্ম নেওয়ার পর পরেই মারা যায় নবজাতক। শঙ্কামুক্ত ছিলেন না মা শিরিন আক্তারও (২৫)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনার পথে চলে গেলেন মা-ও।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল তিনটার দিকে নবজাতকের জন্ম দেন শিরিন আক্তার। জন্মের পরেই মারা যায় সেই নবজাতক।

সন্তান জন্ম দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় থাকায় চিকিৎসকরা শিরিন আক্তারকে চমেক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী চমেকে আনার পথে তিনিও মারা যান।

এদিকে শিরিন আক্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু ব্যক্তি আল নুর হাসপাতালে গিয়ে ভাঙচুরের চেষ্টা করে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া বাংলানিউজকে বলেন, নবজাতক ও মায়ের মৃত্যুর পর স্থানীয়রা গিয়ে ওই হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায়। তবে আমরা গিয়ে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।