ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আউটার স্টেডিয়ামের উন্নয়নকাজ ও এলইডি লাইট দেখলেন মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আউটার স্টেডিয়ামের উন্নয়নকাজ ও এলইডি লাইট দেখলেন মেয়র আউটার স্টেডিয়ামের উন্নয়ন ও এলইডি লাইট পরিদর্শন

চট্টগ্রাম: নগরীর আউটার স্টেডিয়ামের উন্নয়নকাজ ও কাজীর দেউড়ি থেকে নিউমার্কেট পর্যন্ত এলইডি লাইট পরিদর্শন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে মেয়র আকস্মিকভাবে পরিদর্শনে বের হন।

সিটি করপোরেশন সূত্র জানায়, পর্যায়কক্রমে নগরীর সব সড়কবাতি এলইডিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন মেয়র।

প্রাথমিকভাবে কাজীর দেউড়ি থেকে নিউমার্কেট পর্যন্ত এলইডি লাইট লাগানো হচ্ছে।

এ ছাড়া নগরীর আউটার স্টেডিয়ামের সংস্কার করে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনটি পর্যায়ে কাজটি হবে। প্রথম ধাপে ফুটপাত ও যাত্রীছাউনির কাজ হবে। এ লক্ষ্যে পুরোনো যাত্রীছাউনি ও স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। মেয়র দুটি প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ জানান এবং দ্রুত কাজ শেষ করা নির্দেশনা দেন বলে জানিয়েছেন মেয়রের একান্ত সচিব রায়হান ইউসুফ।

এসময় অন্যদের মধ্যে নোমান আল মাহমুদ, সাংবাদিক ওমর ফারুক, হাজি মোহাং ইছা, হাজি বেলাল আহমদ, রায়হান ইউসুফ, আবদুল মান্নান ফেরদৌস, কাউন্সিলর মোর্শদ আকতার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।