ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এক টন পলিথিন জব্দ, গুদাম সিলগালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এক টন পলিথিন জব্দ, গুদাম সিলগালা রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটের পলিথিন গুদামে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটের গুদাম থেকে এক টন (১ হাজার কেজি) নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় গুদাম সিলগালা করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা ও পরিদর্শক মো. ফখরুদ্দিন।

অধিদপ্তরের কর্মকর্তা খন্দকার মোহাম্মদ তাহাজ্জুত আলী বাংলানিউজকে জানান, নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে মেসার্স শাহ আমানতের মালিক মো. হেলাল ও গুদামের মালিককে বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তরে শুনানিতে হাজির থাকতে নোটিশ দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।