ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চিকিৎসা শেষে ক্যাম্পে ১৬ রোহিঙ্গা, সঙ্গে গেল আরও ৩১জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
চিকিৎসা শেষে ক্যাম্পে ১৬ রোহিঙ্গা, সঙ্গে গেল আরও ৩১জন ফাইল ছবি

চট্টগ্রাম: মিয়ানমারে আহত হয়ে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা ১৬ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া তাদের সঙ্গে আরও ৩১ জন রোহিঙ্গাকে ওই ক্যাম্পগুলোতে নেওয়া হয়েছে। এদের মধ্যে চারজন নগরীর কোতোয়ালী ও কর্ণফুলী থানা থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গা।

বাকি ২৭ জন চমেক থেকে ছাড়পত্র পাওয়াদের আত্মীয়-স্বজন।

মঙ্গলবার পৌনে পাঁচটার দিকে রিজার্ভ পুলিশের একটি গাড়ি করে তাদের কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, ‘বিভিন্ন সময়ে চমেকে চিকিৎসা নিতে আসা ১৬ রোহিঙ্গাকে চিকিৎসকরা ছাড়পত্র দিয়েছেন। তাই তাদের জন্য নির্দিষ্ট ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের আত্মীয়স্বজন ও নগরীর দুটি থানা এলাকা থেকে উদ্ধার হওয়া ৩১জন রোহিঙ্গাকেও একই গাড়িতে করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।