ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে হলে তালা দিল শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
চবিতে হলে তালা দিল শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে প্রায় এক ঘণ্টা তালা ঝুলিয়ে রেখেছে ওই হলের শিক্ষার্থীরা। হলের উপরের তলার কক্ষগুলোতে দুজনের পরিবর্তে চারজনের সিট বরাদ্দ দেওয়ায় তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান তারা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, তিন তলা বিশিষ্ট এ এফ রহমান হলের উপরের তলার বেশিরভাগ কক্ষে দুজনের পরিবর্তে চারজনের সিট বরাদ্দ দেওয়া হয়েছে।

অথচ কক্ষগুলো দুজন করে থাকতে পারে এমন। ফলে কক্ষের পরিবেশ নষ্ট হওয়ায় পড়ালেখায়ও অসুবিধা হচ্ছে শিক্ষার্থীদের।

এর প্রতিবাদে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা তালা ঝুলিয়ে রাখে ভুক্তভোগী শিক্ষার্থীরা। পরে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।

এ এফ রহমান হলের আবাসিক শিক্ষক মো.আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘হলের উপরের তলার কক্ষগুলোতে চারজনের সিট বরাদ্দ দেওয়ায় শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেয়। তাদের অভিযোগ, এতে তাদের পড়ালেখাসহ নানা বিষয়ে অসুবিধা হচ্ছে। তারা হলের মেইন গেট ও অফিস কক্ষ এক ঘণ্টা তালা দিয়ে রাখে। পরে আমরা তাদের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিলে তালা খুলে দেয়।

সহকারী প্রক্টর মো.নিয়াজ মোরশেদ বলেন, আমরা তাদের অসুবিধার বিষয়টা দেখছি।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।