ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একদিনে রোহিঙ্গাদের ত্রাণ দিল ৩৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
একদিনে রোহিঙ্গাদের ত্রাণ দিল ৩৩ ব্যক্তি-প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি-সংগঠনের দেওয়া ত্রাণ রোহিঙ্গাদের হাতে তুলে দেওয়া হচ্ছে

চট্টগ্রাম: মিয়ানমারে নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস হতে পাওয়া ত্রাণসামগ্রী সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে মোট ৩৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৫৪ ট্রাকের মাধ্যমে ১২০ মেট্রিক টন ত্রাণ জমা দেয়।

এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ২১ হাজার ২৭০ প্যাকেট শুকনো খাবার, ৩ হাজার ১৫০ প্যাক শিশু খাদ্য, ১ হাজার ২৫০ প্যাকেট রান্না করা খাবার,  ১ হাজার ৪০০ পিস পোশাক, ৫ হাজার ৭১২ পিস গৃহস্থালী সামগ্রী, ১ হাজার পিস গৃহ নির্মাণ উপকরণ।

এসব ত্রাণ রোহিঙ্গামের মাঝে বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।