ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দুই ইয়াবা বিক্রেতার কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
চট্টগ্রামে দুই ইয়াবা বিক্রেতার কারাদণ্ড

চট্টগ্রাম: ২২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় নারীসহ দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। 

সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এই রায় দিয়েছেন।

দণ্ডিত দুজন হলেন, আব্দুস শুক্কুর (৪৪) ও নাহার বেগম (২৮)।

  উভয়ের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়।  

আব্দুস শুক্কুরকে ৮ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

  শুক্কুর বর্তমানে ‍হাজতে আছেন।

নাহার বেগমকে ৭ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।   নাহার পলাতক আছেন।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বাংলানিউজকে রায়ের বিষয়টি জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ জুলাই পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় ইয়াবাসহ আটক হন শুক্কুর ও নাহার।   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের একটি টিম তাদের আটক করে।  

এই ঘটনায় পতেঙ্গা থানায় ‍দায়ের হওয়া মামলায় গত বছরের ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।   গত ১১ জানুয়ারি অভিযোগ গঠনের পর ছয়জনের সাক্ষ্য নেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।