ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, মরদেহের সংখ্যা বেড়ে ১০

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, মরদেহের সংখ্যা বেড়ে ১০ ফাইল ফটো

চট্টগ্রাম: কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১০ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হলো।

সোমবার (১৬ অক্টোবর) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের ডাঙ্গারচরে মিয়ানমার থেকে আসা নৌকাটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় জেলেরা ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা শুরু করলে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে আরও দুজনের মরদেহ ভেসে আসে।

টেকনাফ থানার ওসি মাঈনুদ্দিন খান বাংলানিউজকে জানান, এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে ৬ জন নারী ও ৪ জন শিশু। এছাড়া ২১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, নৌকাটিতে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুসহ অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। শাহপরীর দ্বীপ দিয়ে এই রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের কথা ছিল।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি

**রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, ৮ মরদেহ উদ্ধার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।