ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখতে হবে’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
‘শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখতে হবে’ জলদী কল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

চট্টগ্রাম: নগরীর মানবিক উন্নয়নমূলক সংগঠন জলদী কল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বাঁশখালী পৌরসভার জলদী ধর্মরত্ন বিহারে পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ অর্পন বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু অধ্যয়নের মাধ্যমে পাস করে শিক্ষিত হলে চলবে না।

 সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।  পাশাপাশি শিক্ষিত ও সুন্দর দেশ বিনিমার্ণে যুগোপযোগী ভূমিকা রাখা বাঞ্ছনীয়।
 তাই এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান বক্তারা।

প্রভাষক অসীম বড়ুয়া ও শিক্ষক প্রনব বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীর বড়ুয়া, সাবেক সভাপতি সাংবাদিক সুপলাল বড়ুয়া, সহ সভাপতি বাবুল বড়ুয়া, সহ সভাপতি ডা. দীপক কান্তি বড়ুয়া, অধ্যাপক শ্যামল বড়ুয়া, অধ্যাপক সমীরণ বড়ুয়া, সাধারণ সম্পাদক সুবল বড়ুয়া, অর্থ সম্পাদক ময়না বড়ুয়া, সিদুল বড়ুয়া, স্বদেশ বড়ুয়া, নিরপন বড়ুয়া, প্রভাষক শোকন বড়ুয়া, প্রকৌশলী নিলয় বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭

আইএসএ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।