ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, ৮ মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, ৮ মরদেহ উদ্ধার ফাইল ফটো

চট্টগ্রাম: কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২১ জনকে জীবিত পাওয়া গেছে।

সোমবার (১৬ অক্টোবর) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের ডাঙ্গারচরে মিয়ানমার থেকে আসা নৌকাটি ডুবে যায়।

টেকনাফ থানার ওসি মাঈনুদ্দিন খান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

ওসি জানান, নৌকাটিতে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুসহ অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। শাহপরীর দ্বীপ দিয়ে এই রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের কথা ছিল।

নৌকাটি ডুবে যাবার পর প্রথমে স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। এরপর কোস্টগার্ডও উদ্ধারে নামে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।