ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের ২ গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের ২ গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করা নিয়ে দুই গ্রুপ এই সংঘাতে জড়িয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে। চকবাজার থানার ওসি নূরুল হুদা বাংলানিউজকে বলেন, কলেজে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন হচ্ছে আজ (রোববার)।

এটা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে উত্তেজনা আছে। অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন আছে।

সূত্রমতে, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে স্থানীয় যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুর অনুসারীরা ক্যাম্পাসে ব্যানার লাগিয়েছে। মূলত এর থেকেই উত্তেজনার সূত্রপাত। ছাত্রলীগের আরেকপক্ষ তাদের বহিরাগত উল্লেখ করে ব্যানার নামিয়ে ফেলতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘন্টা, অক্টোবর ১৫, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।