ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবক্ষয় রোধে সন্তানদের নজরে রাখার অনুরোধ পুলিশের

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
অবক্ষয় রোধে সন্তানদের নজরে রাখার অনুরোধ পুলিশের

চট্টগ্রাম: সন্তান যাতে খারাপ পথে পা না বাড়ায় সেজন্য অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মো.তানভীর।

শনিবার (১৪ অক্টোবর) পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং আয়োজিত এক অভিভাবক সমাবেশে তিনি বলেন, জঙ্গিবাদে জড়িত যেসব তরুণ ধরা পড়ছে তাদের অনেকের পারিবারিক বন্ধন অনেক শিথিল।   যেসব তরুণ মাদকের সঙ্গে জড়িত তাদের অভিভাবকরাও সন্তানের দিকে তেমন নজর দেন না।

  অথচ সামাজিক অবক্ষয় রোধে পরিবার এবং অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।  

‘সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, ঠিকভাবে স্কুলে কিংবা কলেজে যাচ্ছে কি না এসব নজরে রাখা অভিভাবকের কর্তব্য।

  পরিবার থেকেই নৈতিক শিক্ষাটা প্রথমে দিতে হবে।   আইন প্রয়োগ করে নীতিবোধের শিক্ষা দেয়া সম্ভব নয়। ’ বলেন সালেহ মো.তানভীর

বায়েজিদ বোস্তামি থানা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মো.ফেরদৌসের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অহীদ সিরাজ স্বপন, সিএমপির উপ-কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারিশ খান, বায়েজিদ বোস্তামি জোনের সহকারি পুলিশ কমিশনার সোহেল রানা, বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও পরিদর্শক (তদন্ত) মো.মঈনউদ্দিন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।