ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার সিমেন্টের ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
প্রিমিয়ার সিমেন্টের ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

চট্টগ্রাম: প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটিডের ১৫তম বার্ষিক সাধারণ সভা শনিবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

সভায় কোম্পানির শেয়ার হোল্ডাররা চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটিডের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা হায়দারের সভাপতিত্বে চট্টগ্রাম ক্লাব লিমিটেড মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিরেক্টরস রিপোর্টের সারসংক্ষেপ এবং উপস্থিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক।

সভায় পরিচালকদের মধ্যে মো. জাহাঙ্গীর আলম, মো. আলমগীর কবির, মোহাম্মদ এরশাদুল হক, স্বতন্ত্র পরিচালক তারেক আহমেদ এবং এম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় অন্যদের মধ্যে কোম্পানির সিএফও মো. শফিকুল ইসলাম তালুকদার,  কোম্পানি সচিব কাজী মো. সফিকুর রহমান উপস্থিত ছিলেন।

বিশেষ আমন্ত্রিত অতিথি চিটাগং স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহামান মজুমদার তার বক্তব্যে শেয়ার বাজার উন্নয়নে সৎ শিল্প উদ্যাক্তাদের ভালো কোম্পানি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার আহ্বান জানান।

সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।