ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫ হাজার নির্মাণশ্রমিককে প্রণোদনা দিচ্ছে ডায়মন্ড সিমেন্ট

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
৫ হাজার নির্মাণশ্রমিককে প্রণোদনা দিচ্ছে ডায়মন্ড সিমেন্ট ৫ হাজার নির্মাণ শ্রমিককে প্রণোদনা দিচ্ছে ডায়মন্ড সিমেন্ট

চট্টগ্রাম: গত তিন বছরে চট্টগ্রাম বিভাগের প্রায় ৫ হাজার নির্মাণ শ্রমিককে বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় এনেছে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদক ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। কর্মসূচির আওতায় কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্য সেবা, সন্তানদের শিক্ষা, বিনোদন, বিপণন প্রণোদনাসহ তাদের জীবনমান উন্নয়নে নানা সুবিধা দেওয়া হচ্ছে।

সম্প্রতি বাঁশখালী উপজেলার নির্মাণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী।

তিনি বলেন, উন্নত বিশ্বে মর্যাদাপূর্ণ পেশা হলেও আমাদের দেশে অনেকটা অবহেলিত স্থাপনা নির্মাণের মূল কারিগর নির্মাণ শ্রমিকরা।

তাই তাদের কল্যাণে ২০১৪ সালে ‘নির্মাণশিল্পী ক্লাব’ কর্মসূচি চালু করে ডায়মন্ড সিমেন্ট। এর মধ্যেই এই কর্মসূচি বেশ সাড়া জাগিয়েছে নির্মাণ শ্রমিক সমাজে।

পর্যায়ক্রমে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সকল নির্মাণ শ্রমিকদের এই কর্মসূচির আওতায় আনা হবে বলে তিনি জানান।

বাঁশখালী নির্মাণশিল্পী সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জলদির একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা আবদুস সালাম, গবেষক ও লেখক সোহেল মো. ফখরউদ্দিন, ডায়মন্ড সিমেন্টের ডিজিএম (মার্কেটিং) এম. এ রহিম, ম্যানেজার (মার্কেটিং) গোলাম মোস্তফা চৌধুরী ও এম. এ মোতালেব, ম্যানেজার (টেকনিক্যাল সার্ভিস) ইশতিয়াক রায়হান মাহমুদ, ব্যান্ড ম্যানেজার আমানউল্লাহ চৌধুরী বক্তব্য দেন।

কর্মসূচির ভূয়সী প্রশংসা করে সমিতির নেতারা বলেন, নির্মাণ শ্রমিকরা এখন অনেক বেশি সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ। কাজের প্রতি উৎসাহ যেমন বেড়েছে তেমনি নিজেদের জীবনমান নিয়েও সচেতন হচ্ছে।

অনুষ্ঠানে সেরা নির্মাণ শ্রমিকদের পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।