ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেশের অগ্রগতির অংশীদার হওয়ার আহবান ভূমি প্রতিমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
দেশের অগ্রগতির অংশীদার হওয়ার আহবান ভূমি প্রতিমন্ত্রীর আয়কর ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

চট্টগ্রাম: কর দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

শনিবার (১৪ অক্টোবর) সকালে আনোয়ারা উপজেলায় আয়কর ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

এতে সবাইকে সম্পৃক্ত করতে হবে। এজন্য ব্যবসায়ীসহ সবার নিয়মিত কর দেওয়া প্রয়োজন।
 

‘যারা নিয়মিত কর দিচ্ছেন এবং যারা কর দিতে এগিয়ে এসেছেন তাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে উৎসাহ দিতে হবে। ’

কর সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী আয়কর ক্যাম্পের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তারই অংশ হিসেবে চট্টগ্রাম কর অঞ্চল-১ আনোয়ারা উপজেলায় এ ক্যাম্পের আয়োজন করে।

পদ্মা সেতুতে নিজেদের অর্থায়নের কথা উল্লেখ করে এনবিআর সদস্য মো.সিরাজুল ইসলাম বলেন, এটা আমাদের জন্য গৌরবের বিষয়। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সবাইকে করজালে অন্তর্ভুক্ত হয়ে কর দানে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, আয়কর ক্যাম্পে টিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন গ্রহণসহ সব ধরনের সেবা দেওয়া হয়। আনোয়ারা উপজেলায় আয়োজিত ক্যাম্পে ১৩ লাখ টাকা কর সংগ্রহ এবং ৮১টি রিটার্ন জমা পড়েছে। শতাধিক মানুষ কর সেবা নিয়েছেন, ৫২ জন নতুন করদাতা টিআইএন গ্রহণ করেছেন।

চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ, আনোয়ারা সদর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মামুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।