ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাভার্ডভ্যানে পণ্যের আড়ালে ফেনসিডিল, আটক ২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
কাভার্ডভ্যানে পণ্যের আড়ালে ফেনসিডিল, আটক ২ ফেনসিডিলসহ আটক ২

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৯১৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে সীতাকুণ্ড থানার বড় দারোগাহাট বাজার এলাকায় ওজন স্কেল স্টেশনের সামনে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালানো হয়।

আটক দুজন হলেন, ইসমাইল প্রকাশ সাদ্দাম (২৭) এবং সোহেল সিকদার (৩০)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (জনসংযোগ) মিমতানুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, কাভার্ডভ্যানটি কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।   গতিবিধি সন্দেহজনক হওয়ায় সেটিতে তল্লাশি চালায় র‌্যাব।

পণ্য পরিবহনের আড়ালে দীর্ঘদিন ধরে ওই কাভার্ডভ্যানের মাধ্যমে ফেনসিডিল বহন করা হচ্ছে বলে জানিয়েছেন মিমতানুর।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।