ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সুদীপ্ত হত্যা, পালানোর সময় যুবলীগ কর্মী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
সুদীপ্ত হত্যা, পালানোর সময় যুবলীগ কর্মী আটক আটক মোক্তার হোসেন

চট্টগ্রাম: চট্টগ্রাম ছেড়ে পালানোর সময় ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যাকাণ্ডে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর এই ঘটনায় প্রথমবারের মতো কাউকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর বড়পোলে শাহী বাস কাউন্টার থেকে মোক্তার হোসেন (২৫) নামে ওই যুবককে আটক করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ বাংলানিউজকে জানান, ওই যুবক ভোলায় পালিয়ে যাচ্ছিল।

রাত সাড়ে ১১টার বাস ছিল তার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাউন্টারে বসা অবস্থায় তাকে আটক করা হয়।
  তাকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ সূত্র জানিয়েছে, আটক মোক্তার নগরীর লালখানবাজার এলাকার স্থানীয় যুবক। স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত মোক্তার। ভিডিও ফুটেজে হত্যাকাণ্ডের আগে সুদীপ্তর বাসার দিকে ওই যুবককে যেতে দেখা গেছে।

গত ৬ অক্টোবর সকালে সদরঘাট থানা এলাকায় মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে ও কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। সুদীপ্ত সরকারি সিটি কলেজ থেকে সদ্য মাস্টার্স পাস করেছিলেন। মহানগর ছাত্রলীগের পাশাপাশি সিটি কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি। নগর ছাত্রলীগের সহ সম্পাদক পদে ছিলেন সুদীপ্ত।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।