[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৪ শ্রাবণ ১৪২৫, ১৯ জুলাই ২০১৮

bangla news

৬টি ককটেলসহ যুবক আটক কক্সবাজারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১৩ ৭:৩৭:৩০ পিএম
গ্রেফতার মাহবুবুল আলম মিনারের রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণের সময়কার ছবি

গ্রেফতার মাহবুবুল আলম মিনারের রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণের সময়কার ছবি

চট্টগ্রাম: কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন ইসলামাবাদ রাস্তার মুখ থেকে ৬টি ককটেলসহ মাহবুবুল আলম মিনার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিনগত রাত দেড়টায় তাকে আটক করা হয়। মিনার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া গ্রামের বাসিন্দা আবদুর রশিদের ছেলে।

৬টি ককটেলসহ যুবক আটকের বিষয়টি কক্সবাজার সদর থানার ওসি রনজিৎ কুমার বড়ুয়া স্বীকার করেছেন। তিনি বাংলানিউজকে জানিয়েছেন, বাসটার্মিনাল সংলগ্ন ইসলামাবাদ রাস্তার মুখ থেকে রাত দেড়টায় তাকে আটক করা হয়েছে। এসময় আরও পাঁচ-ছয়জন পালিয়ে যায়।

আটক যুবক নিজেকে শিবির কর্মী বলে স্বীকার করেছেন বলেও জানিয়েছেন ওসি।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবক বিভিন্ন সময় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে উসকানিমূলক ব্যানার সরবরাহ করেছে। ককটেলগুলো নিয়ে সে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত হতো বলে পুলিশের ধারণা।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa