[x]
[x]
ঢাকা, বুধবার, ৬ আষাঢ় ১৪২৫, ২০ জুন ২০১৮

bangla news

লোহার পাতের নিচে দুই শ্রমিকের ২৫ মিনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১৩ ৯:৫৯:৫৩ এএম
দুর্ঘটনা

দুর্ঘটনা

চট্টগ্রাম: বড় লোহার পাত লোড-আনলোড করছিলেন শ্রমিকরা। এমন সময় হঠাৎ দুই শ্রমিক আটকা পড়েন পাতের নিচে। কিছুক্ষণ চেষ্টার পর অন্যরা উদ্ধার করতে না পেরে খবর দেয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিনগত রাত একটার দিকে নগরীর জুবলী রোডের এনায়েত বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

আহত দুই শ্রমিক হলেন জহিরুল হক (৪০) ও এনামুল হক (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পূর্ন চন্দ্র মুৎসুদ্দী বাংলানিউজকে জানান, ‘লোহার পাত লোড-আনলোডের কাজ করার সময় দুর্ভাগ্যজনকভাবে দুই শ্রমিক বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে আটকা পড়েন। পরে আমাদের খবর দেওয়া হলে রাত একটার দিকে তাদের উদ্ধার করি। প্রায় ২৫ মিনিট তারা পাতের নিচে আটকে ছিলেন। এতে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের  চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’         

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি                                                            

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa