ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডিম দিবস

ডিম খেলে ফ্রি, কিনলে চার টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
ডিম খেলে ফ্রি, কিনলে চার টাকা বিশ্ব ডিম দিবস শুক্রবার

চট্টগ্রাম: ডিম খেলে ফ্রি। কিনলে চার টাকা। শুক্রবার (১৩ অক্টোবর) বিশ্ব ডিম দিবস উপলক্ষে চট্টগ্রামের নির্দিষ্ট স্পটে এ সুবিধা দেবে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদফতর।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক বাংলানিউজকে বলেন, শুক্রবার বেলা ১১টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাব, আন্দরকিল্লা শাহি জামে মসজিদ ও জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সামনে ২৫ হাজার ডিম বিক্রি করা হবে প্রতিটি চার টাকা দামে। প্রত্যেক ক্রেতা নির্দিষ্ট পরিমাণ ডিম কিনতে পারবে।

এ ছাড়া প্রেসক্লাবের সামনে এক হাজার সিদ্ধ ডিম থাকবে, যেগুলো বিনামূল্যে খাওয়ানো হবে মানুষকে।

তিনি বলেন, বিশ্ব ডিম দিবস উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রা বের করা হবে।

এ ছাড়া আলোচনা সভা হবে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে। এতে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।  

শুক্রবার তিন টাকায় ডিম বিক্রি  

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।