ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘খালেদার পরোয়ানার সঙ্গে সরকার-আ’লীগের সম্পর্ক নেই’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
‘খালেদার পরোয়ানার সঙ্গে সরকার-আ’লীগের সম্পর্ক নেই’ গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সঙ্গে সরকার ও আওয়ামী লীগের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) কক্সবাজার শহরের বিজয় স্মরণী রোডে সড়ক ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের একথা বলেন।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

  এখানে সরকার বা আওয়ামী লীগের কোন সংশ্লিষ্টতা নেই।   বিএনপি এবং তাদের সহযোগীরা প্রতিবাদ করছে আদালতের বিরুদ্ধে।

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, হরতাল জনগণ প্রত্যাখান করেছে।   মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছিল।

এসময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিৎ রায় নন্দী, সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন ও পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।