ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
চবিতে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: জামায়াতের ডাকা হরতাল প্রতিরোধ না করে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।  এক পক্ষের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে আরেক পক্ষের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে ঘটনার সূত্রপাত হয়। ঝামেলায় লিপ্ত হওয়া ছাত্রলীগের ভিএক্স ও সিক্সটি নাইন দুটি পক্ষই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোহরাওয়ার্দী হলে সিক্সটি নাইনের এক কর্মীকে ভিএক্সের এক নেতা মারধর করে। এ খবর জানাজানি হলে সিক্সটি নাইনের কর্মীরা সোহরাওয়ার্দী হলে অবস্থান নেয়।

এসময় ভিএক্সের কর্মীদের ধাওয়া দেয় তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় ভিএক্সের কর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে ও সিক্সটি নাইনের কর্মীরা শাহজালার হলের সামনে অবস্থান নেয়। পুলিশ দুই হলের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। সিক্সটি নাইন কর্মীরা শাহজালাল ও ভিএক্স কর্মীরা সোহরাওয়ার্দী হলে অবস্থান নিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।  

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, এক পক্ষের একজনকে মারধরে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। বিষয়টি আমরা দেখছি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭

জেইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।