ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাঁচতলা থেকে দেয়াল ভেঙে পড়লো শ্রমিকদের গায়ের ওপর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
পাঁচতলা থেকে দেয়াল ভেঙে পড়লো শ্রমিকদের গায়ের ওপর

চট্টগ্রাম: বোয়ালখালীর জোটপুকুর পাড় এলাকায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে দেয়াল ভেঙে পড়ে নিচে থাকা তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

আহত শ্রমিকরা হলেন, মো. রহিম (২২), হেলাল (২২) ও আলী (৩৩)। তাদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনের পাঁচতলায় ইটের গাঁথুনির কাজ করছিলেন শ্রমিকরা।

অন্যদিকে একই সময়ে ভবনের নিচে ট্রাক থেকে ইট নামাচ্ছিলেন অন্য কয়েকজন শ্রমিক। হঠাৎ পাঁচ তলা থেকে দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে। এতে তারা আহত হন। পরে তাদের

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মিজানুর রহমান জানান, আহত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad