ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাক্রমকে যুগোপযোগী করতে হবে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাক্রমকে যুগোপযোগী করতে হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাক্রমকে যুগোপযোগী করতে হবে

চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগে কারিকুলাম ডেভেলপমেন্ট শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) নগরীর প্রবর্তক মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভবনের তড়িৎ প্রকৌশল বিভাগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির উদ্যোগে ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইকিউএসির সহযোগিতায় এটি আয়োজিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি  ছিলেন আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. তৌফিক সাঈদ।

শিক্ষাক্রম উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন তড়িৎ প্রকৌশল বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান এবং বিভাগীয়  চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষাক্রম উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাক্রমকে যুগোপযোগী রাখতে হবে।

তড়িৎ প্রকৌশল ও গণিত বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকার অংশগ্রহণে উক্ত কর্মশালায় আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক, তানিয়া নূর, প্রভাষক কল্লোল দে, সাইফুদ্দীন মুন্না, আকরামুল হক, রাহুল চৌধুরী ও আজিম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।