ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গা ইস্যু

কাদেরের সমালোচনার জবাব দিলেন ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
কাদেরের সমালোচনার জবাব দিলেন ফখরুল ফখরুল ইসলাম আলমগীর

কক্সবাজার থেকে: রোহিঙ্গা ইস্যু নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের করা সমালোচনার জবাব দিয়েছেন বিএনপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার শহরের একটি হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হন মির্জা ফখরুল ইসলাম।

এসময় তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না।

এই ইস্যু নিয়ে কারা রাজনীতি করছেন তা দেশের জনগণ দেখছেন, বুঝে গেছেন। ’

এর আগে একইদিন সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মাস পর কক্সবাজারে রোহিঙ্গাদের দেখতে আসা নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।

কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ে ইন্দ্রসেন দুর্গামন্দিরে দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্ববাসীর দৃষ্টি এখন কক্সবাজারের দিকে। আর মির্জা ফখরুল সাহেব এক মাস পর আসছেন কক্সবাজারে। উনার নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে বসে আরাম-আয়েশ করছেন। আর উনি ঢাকায় বসে অন্ধকারে ঢিল ছুঁড়েন। ’

ওবায়দুল কাদেরের এই সমালোচনার জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের স্থানীয় নেতারা প্রথমদিন থেকে রোহিঙ্গা শরণার্থীদের পাশে আছেন। জাতীয় নেতারাও শুরু থেকে কক্সবাজারে এসে রোহিঙ্গা শরণার্থীদের পাশে থাকছেন। আর আমরা কেন্দ্র থকে সার্বক্ষণিক বিষয়টি দেখছি। ’

তিনি বলেন, ‘সরকার বিএনপিকে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে বাধা দিয়েছে। বিএনপির ত্রাণবাহী ট্রাক তারা আটকে দিয়েছে। এর থেকেই বুঝা যায় রোহিঙ্গাদের নিয়ে কারা রাজনীতি করছেন। ’

এরপর সন্ধ্যার দিকে মির্জা ফখরুল শহরের লালদীঘি এলাকার সরস্বতী বাড়িতে দূর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যান।

মির্জা ফখরুল এক মাস পর কেন আসছেন, প্রশ্ন কাদেরের

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad